SFI On Anish Khan Death : আনিশের খুনের বিচার চেয়ে লাগাতার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি সৃজনের - SFI demands fair investigation into student leader Anish Khan death
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14521363-thumbnail-3x2-srijan.jpg)
আনিশ খানের মৃত্যু নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি। পুলিশের উর্দিতে কারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে খুন করল, তার কিনারা এখনও হয়নি ৷ আনিশের হত্যাকারীদের শাস্তির দাবিতে এবার পথে নামল বাম ছাত্র সংগঠন এসএফআই। ছাত্র সংগঠনের পাশাপাশি বামেদের যুব সংগঠনের তরফে এদিন রাজাবাজারে পথ অবরোধ করা হয় ৷ যার নেতৃত্ব দেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য। ছিলেন ডিওয়াইএফআই'য়ের রাজ্য কমিটির সদস্য ওয়াজেদ হোসেনও। আনিশের খুনের সঠিক বিচার চেয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন (SFI demands fair investigation into student leader Anish Khan death) ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
SFI On Anish Khan Death