Protest against e-retail liquor service : 'দুয়ারে মদ' প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ কৃষ্ণনগরে - Protest against e retail liquor service of WB government in Krishnagar
🎬 Watch Now: Feature Video
দুয়ারে মদ নয়, চাই কাজ ৷ এমনই দাবিতে মঙ্গলবার সকালে উত্তাল হল নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর ৷ সম্প্রতি কয়েকটি আবগারি সংস্থার সঙ্গে 'ই-রিটেল' চুক্তি সম্পন্ন করে রাজ্যে 'দুয়ারে মদ' প্রকল্প শুরু করার ভাবনায় রাজ্য সরকার ৷ প্রতিবাদে এদিন কৃষ্ণনগর আবগারি দফতরের সামনে বিক্ষোভে সামিল হয় সারা ভারত গণতান্ত্রিক যুব সংগঠনের (AIDYO) নদিয়া জেলা শাখা (Protest against e-retail service of WB government in Krishnagar) ৷ তাদের দাবি, অবিলম্বে এই প্রকল্প বাতিল করুক সরকার। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মদ নয়, কাজ চায়। মদ কখনোই সুস্থ সমাজের প্রকল্প হয়ে উঠতে পারে না। যেখানে বিহার সহ একাধিক রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ মদের ব্যবসাকে রাজস্ব হিসেবে দেখছে। সবমিলিয়ে ঘটনার তীব্র নিন্দা করেছে সংগঠনটি ৷
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST
TAGGED:
AIDYO Protest In Krishnagar