SMC Chairman Pratul Chakraborty : শিলিগুড়ি পৌরনিগমের চেয়ারম্যান হচ্ছেন প্রতুল চক্রবর্তী - SMC Chairman Pratul Chakraborty
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়ি পৌরনিগমের চেয়ারম্যান হতে চলেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা 24নং ওয়ার্ডের জয়ী কাউন্সিলর প্রতুল চক্রবর্তী (Pratul Chakraborty is Would be Chairman of Siliguri Corporation) ৷ এমনটাই খবর জেলা তৃণমূল সূত্রে ৷ ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা বিধায়ক শঙ্কর ঘোষকে পরাজিত করার উপহার হিসেবে প্রতুল চক্রবর্তীকে চেয়ারম্যান পদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 1994 সাল থেকে 1999 সাল পর্যন্ত কংগ্রেসের হয়ে প্রতুল চক্রবর্তী শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা ছিলেন ৷ এর পর মমতার হাত ধরে তিনি শিলিগুড়িতে নবগঠিত তৃণমূলের সংগঠন মজবুত করায় জোর দেন ৷ পরবর্তী সময়ে প্রতুল চক্রবর্তীকে রাজ্য সম্পাদক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বার তাঁর চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিশ্চিত হতেই উচ্ছ্বসিত তাঁর সমর্থক ও অনুগামীরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST