Police Recover Arms : পুলিশি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি, গ্রেফতার 4 - Police Arrest 4 People
🎬 Watch Now: Feature Video
পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 4 ৷ রবিবার রাতে অভিযান চালায় জয়পাইগুড়ির কোতয়ালি, ময়নাগুড়ি ও রাজগঞ্জ থানার পুলিশ ৷ এই অভিয়ানে 4টি আগ্নেয়াস্ত্র সহ 4জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই নিয়ে 14 দিনে 17টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷ আগামিদিনে এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত (Police Recover Arms) ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST