Attack on Matua Pilgrims Bus : কোনও বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হয়নি, মতুয়া পুণ্যার্থীদের বাসে হামলা প্রসঙ্গে জবাব পুলিশের - কোনও বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হয়নি, মতুয়া পুণ্যার্থীদের বাসে হামলা প্রসঙ্গে জবাব পুলিশের
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14912935-thumbnail-3x2-barasat.jpg)
"বিশেষ কোনও সম্প্রদায়কে টার্গেট করে বাসে হামলার ঘটনা ঘটেনি । যা ঘটছে সেটা আচমকাই ঘটেছে । সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আমরা সেই তথ্যই হাতে পেয়েছি ।" মঙ্গলবার রাতে বারাসতে কাজিপাড়া সংলগ্ন এলাকায় মতুয়া পুণ্যার্থীদের বাসে হামলার যে অভিযোগ উঠেছে (allegation of attack on Matua pilgrims bus), সেই প্রসঙ্গে শনিবার এই মন্তব্য করেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Attack on Matua Pilgrims Bus