Anish Khan Death Case : আনিশের পরিবারকে যাঁরা সুড়সুড়ি দিচ্ছেন, তাঁরা সিবিআই তদন্ত চাইছেন, দাবি পার্থর - Partha Chatterjee attacks opposition over CBI probe in Anish Khan Death
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14543136-thumbnail-3x2-pa.jpg)
আনিশ খান খুনে সিবিআই তদন্তের দাবি আসলে 'শেখানো বুলি', বললেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "ঘটনা কেন হয়েছে, তার সম্পূর্ণ তদন্ত করছে সিট ৷ 15 দিনের মধ্যে তারা রিপোর্ট দেবে ৷ প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷" তিনি ক্ষোভ প্রকাশ করেন, রাজ্যে থেকে রাজ্যের পুলিশের উপর আস্থা থাকবে না, এটা হতে পারে না ৷ তাই সিবিআই তদন্তের দাবি আনিশের পরিবারের কথা নয় ৷ মঙ্গলবার সন্ধেয় উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সভায় সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ (Minister Partha Chatterjee attacks opposition over CBI Probe in Anish Murder)
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST