Panihati TMC Councillor Murder Issue : সিবিআই নয়, সিআইডিতেই আস্থা ; 24 ঘণ্টায় বয়ান বদল পানিহাটিতে মৃত কাউন্সিলরের স্ত্রীর - পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর হত্যায় বয়ান বদল করলেন স্ত্রী
🎬 Watch Now: Feature Video
24 ঘণ্টা কাটতে না কাটতেই বয়ান বদল করলেন পানিহাটিতে মৃত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত (Panihati TMC Councillor Murder Issue) ৷ স্বামীর খুনে সোমবার সিবিআই তদন্ত নিয়ে সরব হন তিনি ৷ কিন্তু 24 ঘণ্টা যেতে না যেতেই তিনি বলেন, (Panihati Death Councillors Wife Changes her Statement), ‘‘সিবিআই নয়, সিআইডি ও রাজ্য পুলিশের তদন্তেই আস্থা রাখছি । তবে একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই ৷ উনি তো মায়ের মতো নিশ্চয় বুঝবেন সন্তানের ব্যথা ৷" তবে প্রতিবাদী হওয়াতেই তাঁর স্বামীর এই পরিণতি হল বলে জানান তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST