পেট্রল পাম্পে নেই তেল, ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি বয়ের; দেখুন ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 1:05 PM IST

Updated : Jan 3, 2024, 2:39 PM IST

thumbnail

Zomato Boy Delivers Food on Horse: সম্প্রতি সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হতে দেখা গিয়েছে ৷ তাতে জোমাটোর লোগো আঁকা লাল জ্যাকেট পরে থাকা এক যুবক ঘোড়ার পিঠে চেপে রাস্তা দিয়ে যাচ্ছে। তাঁর পিঠে খাবারের 'জোমাটো হটব্যাগ'। ঘোড়ার পিঠে চেপে থাকা ওই ডেলিভারি বয়কে উৎসুক হয়ে পথচারীদের দিকে হাত নাড়তেও দেখা গিয়েছে ৷ পরে জানা যায়, ভিডিয়োটি হায়দরাবাদের চঞ্চলগুড়া অঞ্চলে অবস্থিত ইম্পেরিয়ল হোটেল এলাকায় তোলা হয়েছে। গত কয়েকদিন ধরে ট্রাকচালকদের আন্দোলন চলছিল ৷ তাই বহু জায়গায় বন্ধ হয়ে পড়েছিল পেট্রল পাম্প। আর যেগুলো খোলা ছিল সেখানেও লম্বা লাইন ছিল। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেককেই। আর এরই মাঝে জ্বালানির অভাবে ঘোড়ায় চড়েই রাস্তায় নেমে পড়েন এক জোমাটে ডেলিভারি পার্টনার। 

এই ঘটনার ভিডিয়োটি যিনি সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে এক ব্যক্তি লিখেছেন, "হায়দরাবাদে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় ডেলিভারি বয় ঘোড়ার পিঠে চেপে গন্তব্যে যাচ্ছে । এই দৃশ্য ইম্পেরিয়াল হোটেলের বিপরীতে চঞ্চলগুড়ায়। হিট অ্যান্ড রান নিয়ে নতুন আইনের বিরোধিতায় ট্রাকচালকদের আন্দোলন চলছে। এর জেরে পেট্রল পাম্পে লম্বা লাইন লাগছে। তারই প্রভাবে এমন দৃশ্য দেখা গেল।" 

Last Updated : Jan 3, 2024, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.