Pollution Free World: দূষণমুক্ত পৃথিবী গড়তে সাইকেলে চড়ে দেশভ্রমণের স্বপ্ন দেখছেন রামপ্রসাদ

🎬 Watch Now: Feature Video

thumbnail

গতির সঙ্গে তাল মেলাতে সকলেই ছুটছে ৷ জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনের গতি বাড়াতেও দু’বার ভাবি না আমরা ৷ ব্যতিক্রম বছর আটত্রিশের রামপ্রসাদ নস্কর ৷ আজও সাইকেল ছাড়া কোনও যানবাহনে চড়েন না জয়নগরের এই ব্যক্তি ৷ দূষণমুক্ত পৃথিবী গড়ার ডাকে ইতিমধ্যেই তিনি বাংলাদেশ, নেপাল-সহ ভারতের বিভিন্ন প্রান্তে যাত্রা করছেন সাইকেল নিয়ে ৷ সম্প্রতি সাইকেল নিয়ে ওড়িশাও যাত্রা করেছিলেন তিনি ৷ তবে রামপ্রসাদের ইচ্ছে বিশ্বভ্রমণের ৷

দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অর্ন্তগত রাজাপুর করাবেগ অঞ্চলের বাসিন্দা রামপ্রসাদ নস্কর ৷ 1995 সাল থেকে সাইকেল ব্যবহার করেন তিনি ৷ দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে সাইকেল-ব্যতীত অন্য কোনও যান ব্যবাহারের কথা ভাবেননি তিনি ৷ সাইকেলে চড়ে ইতিমধ্যেই ওড়িশার 30টি জেলায় ঘুরেছেন রামপ্রসাদ বাবু ৷ লক্ষ্য ছিল দূষণ মুক্ত পৃথিবী গড়ার ৷ এ ব্যাপারে তিনি বলেন, "দূষণমুক্ত পৃথিবী গড়ার ডাকে বিভিন্ন দেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে ঘুরে বেড়াই সাইকেল নিয়ে । এর আগেও নেপাল গিয়েছি ৷" তিনি আরও জানান, বাংলাদেশেও গিয়েও সুন্দরবন রক্ষার বার্তা দিয়েছি । সম্প্রতি ওড়িশার 30টি জেলায় দূষণমুক্ত পৃথিবী ও জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে এক মাসে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা সাইকেলে অতিক্রম করেন রামপ্রসাদ নস্কর ৷  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.