Accident in Football Tournament: ফুটবল টুর্নামেন্ট চলাকালীন গাছ ভেঙে যুবকের মৃত্যু, আহত বেশ কয়েকজন - Youth dies during football tournament in Siliguri

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 16, 2023, 5:05 PM IST

Updated : Aug 16, 2023, 7:57 PM IST

ফুটবল ম্যাচ চলাকালীন দর্শকদের উপর ভেঙে পড়ল আস্ত একটি গাছ । ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের । আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । মৃত যুবকের নাম ধনঞ্জয় সিংহ (18) । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের হাঁসখোয়া এলাকায় । এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ফাঁসিদেওয়ার হাঁসখোয়ায় তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় । ওই খেলা দেখতে সেখানে ভিড় জমিয়েছিল প্রচুর দর্শক ৷ তাদের মধ্যে কিছুজন আবার ফুটবল টুর্নামেন্ট দেখতে মাঠের পাশে থাকা কয়েকটি গাছের ডালে চড়ে বসেন ৷

এরপরই ঘটে বিপত্তি ৷ খেলা চলাকালীন আচমকাই গাছের ডাল ভেঙে পড়ে মাঠে দাঁড়িয়ে থাকা দর্শকদের ওপর । ঘটনায় বেশ কয়েকজন জখম হন । আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হাঁসখোয়া চা বাগানের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে ধনঞ্জয়ের শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাঝরাতে মৃত্যু হয়েছে তাঁর । এলাকাবাসী রবি বর্মন জানান, খেলার সময় ওই গাছ ভেঙে পরে ধনঞ্জয়ের মৃত্যু হয় । আয়োজক কমিটি বা প্রশাসন তাঁর পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে আসুক ।

Last Updated : Aug 16, 2023, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.