Youth Died By Suicide তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক - কোচবিহারে আত্মঘাতী যুবক
🎬 Watch Now: Feature Video
নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক (Youth Died By Suicide) ৷ শনিবার রাতে কোচবিহারের মেখলিগঞ্জের জয়ী সেতু থেকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক ৷ মৃত শিবনাথ দাস মেখলিগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার, সিআই পূরণ রাই, এসডিপিও অরিজিৎ পাল চৌধুরী। যুবকের খোঁজে নদীতে তল্লাশি চালালেও মেলেনি দেহ ৷ প্রথমিক ভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তি ও মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই যুবক ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST