মেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃ্ত্যু যুবকের - accident in Bankura

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 2:22 PM IST

Bike Accident: ছয় বন্ধু বেরিয়ে ছিল বিষ্ণুপুর মেলা দেখতে। কিন্তু ওই মেলা দেখতে যাওয়াই বোধ হয় কাল হয়ে নেমে আসলো জীবনে । গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের ৷ বুধবার বাঁকুড়ার জয়পুরের তাঁতিপুর এলাকার ঘটনা ৷ এই দুর্ঘটনার জেরে বাইকে থাকা 2 যুবক গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে শেখ মেহেবুল আলীর(18) ৷ মৃত যুবক বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত ধোবাইরি গ্রামের বাসিন্দা। 

পুলিশ সূত্রে খবর, বুধবার তিনটি বাইক নিয়ে ছয় বন্ধু মেলা দেখতে বেরিয়েছিল ৷ যাওয়ার পথে একটি গাড়িতে ধাক্কা মারে শেখ মেহেবুল আলীর বাইক ৷ গুরুতর জখম হয় দুই বন্ধু ৷ স্থানীয় বাসিন্দারা দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করেন ৷ শেখ মেহেবুল আলীর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় ৷ পথেই মৃত্যু হয় ওই যুবকের ৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ৷ পাশাপাশি, ঘাতক গাড়িটিকেও আটক করেছে। যুবকের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেভে এসেছে গভীর শোকের ছায়া । তদন্ত করতে শুরু করেছে জয়পুর থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.