Young Man Climb on the Tree: 'আমি মোদির সঙ্গে দেখা করব !' মগডালে চড়ে বায়না যুবকের - পুরুলিয়া

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 7, 2022, 4:28 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে তাঁকে দেখা করতে দিতে হবে ! সেইসঙ্গে, রয়েছে আরও অনেক দাবিদাওয়া ৷ আর সেসব আদায় করতেই বিরাট গাছের মগডালে চড়ে বসলেন এক যুবক (Young Man Climb on the Tree) ! তাঁকে সেখান থেকে নামাতে কালঘাম ছুটে গেল পুলিশ, দমকলকর্মী ও বিপর্যয় মোকাবিলাবাহিনীর সদস্যদের ৷ বুধবারের ব্যস্ত সকালে এই রঙ্গ দেখতে ভিড় জমে যায় পুরুলিয়া জংশনের (Purulia Junction) বাইরে ৷ হঠাৎই পথচলতি মানুষ ও আশপাশের দোকানদাররা খেয়াল করেন, এক যুবক তরতরিয়ে গাছে উঠছেন ! তাঁকে বাধা দেওয়া চেষ্টা করা হলে তিনি সটান জানিয়ে দেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করিয়ে দিতে হবে ! যতক্ষণ না সেটা হচ্ছে, তিনি মগডালে চড়ে বসে থাকবেন ! বিপদ বুঝে খবর দেওয়া হয় পুরুলিয়া সদর থানায় ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোঝে, ওই যুবককে নামানো তাদের কম্ম নয় ৷ ফলে খবর যায় দমকল ও বিপর্যয় মোকাবিলাবাহিনীর কাছে ৷ তাদের সদস্যরা এসে, অনেক বাবা-বাছা করে তবে ওই যুবককে নীচে নামতে রাজি করান ! এরপর মই লাগিয়ে, কোমরে দড়ি বেঁধে তাঁকে মগডাল থেকে রাস্তায় নামিয়ে আনা হয় ৷ সঙ্গে সঙ্গে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ৷ তাদের প্রাথমিক অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ৷
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.