Leopard Body Rescued: ফাঁসিদেওয়ায় উদ্ধার চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ
🎬 Watch Now: Feature Video
চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । বৃহস্পতিবার রাতে ওই চিতাবাঘের দেহটি উদ্ধার হয় শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের কমলা চা বাগানের ডাকুলাইনের 17 নম্বর সেকশন থেকে (Leopard Body Rescued in siliguri)। স্থানীয় বাসিন্দারা প্রথম চিতাবাঘের মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পান । তাঁরাই তড়িঘড়ি স্থানীরা খবর দেন বন দফতরকে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কার্শিয়াং বনবিভাগের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা । চিতাবাঘের দেহ উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে । বনদফতর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটির বয়স 4 বছর । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 2 থেকে 3 দিন আগে মৃত্যু হয়েছে চিতাবাঘটির । তবে কীভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে। বাঘের দেহটি ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে । চিতাবাঘটির দেহে বেশ কয়েক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে । সেগুলি কীসের ক্ষত চিহ্ন তা জানার চেষ্টা করছে বন বিভাগ । ওই এলাকায় আগে থেকেই চিতাবাঘ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে । কার্শিয়াং বনবিভাগের ডিএফও হরে কৃষ্ণা বলেন, "চিতাবাঘটির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে । সেটি ময়নাতদন্তের পরই পরিস্কার হবে । সব খতিয়ে দেখা হচ্ছে ।" সম্প্রতি নকশালবাড়িতেও একটি চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার হয় ৷