Swimming Competition: তিনবছর পর গঙ্গাবক্ষে ফিরল বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা, অংশ নিলেন ভিনদেশের 24 জন - সাঁতার প্রতিযোগিতা
🎬 Watch Now: Feature Video
Published : Sep 3, 2023, 3:55 PM IST
তিন বছরের অপেক্ষা শেষে গঙ্গাবক্ষে আয়োজিত হল বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা ৷ রবিবার ভোর পাঁচটায় 81 কিমি দীর্ঘ এই সাঁতার প্রতিযোগিতা শুরু হয় মুর্শিদাবাদের আহিরণ ব্যারেজ ঘাট থেকে। শেষ হবে ভাগীরথীতে গিয়ে বহরমপুর গোরাবাজার কলেজ ঘাটে। এদিনের প্রতিযোগিতায় অংশ নিলেন ছ'টি দেশের মোট 24 জন সাঁতারু । মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ এ দিনের সাঁতার প্রতিযোগিতা দেখতে সাধারণ মানুষদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উন্মাদনা ।
এবারের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন স্পেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ মতো দেশের প্রতিযোগীরা। স্পেনের প্রতিযোগী লুইস গত দু'বার বিশ্বের দীর্ঘতম এই সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নেওয়ার পর এবার তিনি জলে নামেন হ্যাটট্রিকের লক্ষ্যে। এদিন সাঁতার প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সুতি-1 ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ।
পাশাপাশি রবিবার জিয়াগঞ্জ ঘাট থেকে শুরু হয় 19 কিমির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেন 42 জন সাঁতারু। 1956 সালে সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সাঁতার প্রতিযোগিতার শুরু হয়েছে ৷ এরপর করোনার জন্য বিগত দু'বছর প্রতিযোগিতা বন্ধ ছিল ৷ তবে এ বছর ফের মানুষের অতি উৎসাহের সঙ্গে শুরু হয়েছে এই সাঁতার প্রতিযোগিতা ৷ এখন কার মাথায় ওঠে সেরার শিরোপা, তাই দেখার অপেক্ষা ৷