নয়া সংসদ ভবন থেকে চন্দ্রযান, মডেল দেখতে ভিড় বিশ্বের সবচেয়ে বড় কেক প্রদর্শনীতে - বেঙ্গালুরুতে কেক শো
🎬 Watch Now: Feature Video
Published : Dec 19, 2023, 10:24 PM IST
বিশ্বের সবচেয়ে বড় কেকের প্রদর্শনী চলছে বেঙ্গালুরুর সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ৷ 15 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই কেকের প্রদর্শনী ৷ কি না রয়েছে এখানে ৷ নয়াদিল্লির নতুন সংসদ ভবনের মডেল থেকে চন্দ্রযান 3 ডিজাইনের কেক, মহিলাদের জন্য বিনামূল্যে বাসে ভ্রমণের জন্য 'শক্তি' কেক ৷ 2023 সালে তৈরি হওয়া বিভিন্ন জিনিস কেকের আকারে তৈরি হয়েছে ৷
বিশেষত, 2023 সালে উদ্বোধন হওয়া সংসদ ভবনে মডেলটিকে কেকটিকে এই শোয়ের কেন্দ্রবিন্দু হিসেবে রাখা হয়েছে ৷ এই কেকটির ওজন প্রায় দেড় কিলো ৷ এই মডেল কেকটি 14 ফুট লম্বা, প্রস্থে 9 ফুট উঁচু ৷ প্রায় আড়াই মাস ধরে সংসদ ভবন মডেলের এই কেকটি তৈরি করা হয়েছে ৷ এন ডেয়ারি ফার্মের সি রামচন্দ্রন এই কেক শো-টির দায়িত্বে রয়েছেন ৷
ক্রিসমাস ও নিউ ইয়ার উদযাপনের জন্য 1 জানুয়ারি পর্যন্ত চলবে বিশ্বের বৃহত্তম এই কেক শো ৷ এটি পরিচালনা করছে ইনস্টিটিউট অফ বেকিং অ্যান্ড কেক আর্ট (আইবিসিএ) এবং মাই বেকার্স মার্ট ৷ এই শো-তে 23 ধরনের প্রায় 6 হাজার কেজিরও বেশি কেক রাখা হয়েছে ৷