RPF Jawan Saves Woman Life: আরেকটু হলেই পা পিছলে ট্রেনের তলায়, মহিলা যাত্রীকে বাঁচাল আরপিএফ জওয়ান - মহিলা যাত্রীকে বাঁচাল আরপিএফ জওয়ান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 25, 2023, 1:20 PM IST

এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এক মহিলা ৷ জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে বাঁচালেন আরপিএফ জওয়ান ৷ আরেকটু হলেই ট্রেনের তলায় চলে যেতেন ৷ কিন্তু ওই সময়ের মধ্যেই কর্তব্যরত আরপিএফ জওয়ান তাঁকে উদ্ধার করেন ৷ আলিগড় স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঘটে যাওয়া এই ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে ৷

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় আলিগড় স্টেশনে টহল দিচ্ছিলেন আরপিএফ কনস্টেবল বিনোদ কুমার ৷ লিচ্ছবি এক্সপ্রেস তখন যথারীতি 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছেছে ৷ নির্দিষ্ট সময়ে ট্রেনটি ছেড়ে দেওয়ার মুহূর্তে বিহারের ছাপড়ার বাসিন্দা গুড্ডু দেবী প্ল্যাটফর্মে পৌঁছে চলন্ত ট্রেনে ওঠার জন্য দৌড়ে যান ৷ ট্রেনে ওঠার সময় তাঁর পা পিছলে যায় ৷ তখনই তিনি ট্রেনের নিচে চলে যেতে শুরু করেন ৷ বিষয়টি দেখতে পেয়ে সেই সময় আরপিএফ কনস্টেবল বিনোদ দৌড়ে এসে ওই মহিলাকে প্ল্যাটফর্মে টেনে নিয়ে যান ৷  

এই সময় প্ল্যাটফর্মে ভিড় জমে যায় ৷ এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা যাত্রী ৷ তাঁর প্রাণ বাঁচানোর জন্য আরপিএফ কনস্টেবলকে ধন্যবাদ জানান ৷ একই সময়ে আরপিএফ ইন্সপেক্টর রাজু ভার্মা সাহস ও সতর্কতার জন্য বিনোদের প্রশংসা করেন ৷ তিনি জানান, সাহসিকতার পুরস্কারের জন্য বিনোদ কুমারের নাম কমান্ড্যান্টের কাছে পাঠানো হবে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.