Shashi Panja: কর্ণাটকের বিধানসভা নির্বাচন নিয়ে কেন্দ্রকে তোপ মন্ত্রী শশীর - বিজেপিকে তোপ দাগেন মন্ত্রী শশী পাঁজা
🎬 Watch Now: Feature Video
কর্ণাটক বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে লক্ষ্য করে তোপ দাগলেন মন্ত্রী শশী পাঁজা । মঙ্গলবার হাওড়ার কামারডাঙায় এক দলীয় কর্মসূচীতে যোগ দিতে গিয়ে পদ্ম শিবিরকে একহাত নেন তিনি ৷ মন্ত্রীর অভিযোগ, "রাষ্ট্রপতি শাসন করে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানোর হুমকি দিয়েছিলো বিজেপি, যদিও তাঁদের হাতে ক্ষমতা থাকত, তা করত । এ রাজ্যে 8 দফা বিধানসভা নির্বাচন করা হয় ৷ যদিও কর্নাটকে একদফাতে নির্বাচন হচ্ছে । অবশ্য কর্নাটকে রকমের ফলাফল দেখতে হবে ।"
পাশাপাশি মন্ত্রী এই রাজ্য থেকে নির্বাচিত বিজেপির লোকসভার সাংসদদের উদ্দেশ্যেও কয়েকটি প্রশ্ন করেন ৷ তিনি জানতে চান, কেন্দ্রীয় সরকারের কাছে তাঁরা বাংলার বঞ্চনার বিরুদ্ধে কখনও বলেছেন কিনা ! তাঁরা এই বাংলা থেকে নির্বাচিত হয়েও কেন্দ্রীয় সরকারকে বাংলাকে অর্থ দিতে নিষেধ করছেন ৷ কারণ বাংলার ভালো এঁরা চাইছেন না । এরকম জনপ্রতিনিধি যাতে আর না নির্বাচিত হয় তার জন্য বাংলার মানুষ নিশ্চই চিন্তাভাবনা করবেন বলেও মন্ত্রী দাবি করেন । আরও কয়েকটি বিষয়ও তোপ দাগেন মন্ত্রী । উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠছে । বিভিন্ন প্রসঙ্গে একে অপরকে আক্রমণ করে চলেছেন নেতা-নেত্রীরা ।