Municipal By Poll 2022: দক্ষিণ দমদম 29 নং ওয়ার্ডে ছাপ্পা ! ভাইরাল ভিডিয়ো - ভাইরাল ভিডিয়ো
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, এক যুবক বারবার ইভিএম মেশিনে বোতাম টিপছে (viral video of Municipal By Poll in South Dumdum 29 ward) ৷ ওই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী এই ভিডিয়োটি করেছেন বলে জানা গিয়েছে ৷ দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে যে ভোটগ্রহণ কেন্দ্র ভোট চলছে সেখানে এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর ভোট আগেই পড়ে গিয়েছে ৷ তাঁকে টেন্ডার ভোট দিতে বলা হয় ৷ তিনি তা না দিয়েই বেরিয়ে আসেন । এছাড়াও এক মহিলাকে একাধিকবার ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশে দেখা যায় ৷ এর পরে তাঁকে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST