Royal Bengal Tiger: শীতের শুরুতেই রোদ পোহাতে বাইরে বেরিয়েছেন বাঘমামা, দেখুন ভিডিয়ো - New Video of Royal Bengal Tiger

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 7:26 PM IST

শীতের শুরুতেই নদীর তীরে রোদ পোহাতে দেখা গেল দক্ষিণরায়কে । এমনই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বনবিভাগের কর্মীরা । দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গা রেঞ্জের সুন্দরবনের চুলকাটি জঙ্গলে নদীর ধারে রোদ পোহাতে দেখা যায় একটি পূর্ণবয়স্ক বাঘকে । বেশ কিছুক্ষণ রোদ পোহানোর পর রাজকীয় মেজাজে জঙ্গলের মধ্যে ঢুকে যায় ৷ ওয়াচ টাওয়ার থেকে বন সহায়কদের ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি । গত বছর শীতের মরশুমে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের ক্যামেরার সামনে রাজকীয় মেজাজে দর্শন দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার । এবছর শীতের শুরুতেই আবারও দেখা মিলল তার । এই বিষয়ে দক্ষিণ 24 পরগনার মুখ্য বন আধিকারিক মিলনকান্তি মণ্ডল জানান, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে । সুন্দরবনের গভীর জঙ্গলে বনবিভাগের পক্ষ থেকে যে সকল ক্যামেরা বসানো হয়েছে তাতে বাঘেদের ছবি ধরা পড়েছে বহুবার । সোমবার জঙ্গলে পাহারা দেওয়ার সময় ওয়াচ টাওয়ার থেকে একটি পূর্ণবয়স্ক বাঘের ছবি ক্যামেরাবন্দি করে বন সহায়করা। নদীর ধারে বেশ কিছুক্ষণ রোদ পোহাতে দেখা যায় বাঘটিকে এরপর পুনরায় জঙ্গলে ঢুকে যায়।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.