ফোর্ট উইলিয়ামে উদযাপন হল বাংলাদেশ মুক্তিযুদ্ধ আন্দোলনের বিজয় দিবস

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 7:27 PM IST

thumbnail

Bangladesh Liberation War: বাংলাদেশের মুক্তি যুদ্ধে ভারতীয় সেনার অবদানকে সম্মান জানাতে বিজয় দিবস উদযাপন হল ফোর্ট উইলিয়ামে ৷ কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর পি কালিতা । বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে থেকে এই দিন অনুষ্ঠানে যোগদান করেন বীর মহম্মদ মমিন উল্লাহ পাটোয়ারী ।

এদিনের অনুষ্ঠানে 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরা হয় । অনুষ্ঠানে উপস্থিত মহম্মদ মমিন উল্লাহ পাটোয়ারী বলেন, "দেশের স্বাধীনতার জন্য ভারত তথা ভারতের সেনাবাহিনীর সহযোগিতায় আমরা লড়াই করেছিলাম । ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীর কাছে পাকিস্তানি বাহিনী কার্যত পিছু হটতে বাধ্য হয়েছিল । পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়ে আমার এখন ভালো জীবন-যাপন করছি ৷ এই অনুষ্ঠানে উপস্থিত আরও এক বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য প্রতীক কাজী জাইনুল আবেদিন বলেন, "বাংলাদেশ স্বাধীনতা পেতে ভারতবর্ষে যেভাবে আমাদের সাহায্য করেছিল তার জন্য আমরা চির কৃতজ্ঞ ।"
ভারতের পক্ষ থেকে ভারতীয় সেনার ব্রিগেডিয়ার অজিত আঁকতে, ব্রিগেডিয়ার প্রকাশ টি গোকলে, লেফটেন্যান্ট জেনারেল জেএস চিমা, লেফটেন্যান্ট জেনারেল জিআর মুখোপাধ্যায় 1971সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরেন । শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এদিন ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.