Udayan Slams Nisith: 'এত ধাপ্পাবাজ যে ঠাকুরকেও ধাপ্পা দেয়,' বিজয়া সম্মিলনী থেকে নিশীথকে কটাক্ষ উদয়নের - Udayan Guha Criticised Nisith Pramanik

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 2:38 PM IST

বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে ধাপ্পাবাজ বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । এদিন তিনি বলেন,"2019 সালে নিশীথ প্রামাণিককে ভোট দিয়ে আপনারা জেতালেন তারপর থেকে 2022 সাল পর্যন্ত দুর্গাপুজোয় তাঁর আর দেখা পাওয়া যায়নি । সামনে 2024 সালে লোকসভা নির্বাচন । তাই দেখা গেল এবারে কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন পুজা মণ্ডপে গিয়ে বলছে টাকা নাও, আর আমাকে দিয়ে দুর্গাপুজোর ফিতে কাটাও । 2019 এ লোকসভা নির্বাচনের আগে 2018-তে বড় করে গণেশ পুজো করেছিল । তারপর থেকে আর কোনও গণেশ পুজোয় দেখা যায় না ভেটাগুড়িতে । এবার আবারও নির্বাচন চলে আসছে তাই এবারে করেছে ।"

যদিও এই বিষয়ে মন্ত্রীকে পালটা জবাব বিজেপির । বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, "তৃণমূল তো এতদিন বিজয় সম্মিলনী করেনি । এবারে হঠাৎ কেন করছে । লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে কি তাদের এই বিজয় সম্মিলনী ? তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের চাহিদা বেশি । এবারও বিভিন্ন জায়গা থেকে পুজোর উদ্বোধন করার জন্য আমন্ত্রণ এসেছিল । অনেক জায়গায় যেতে পারেনি । এতে উদয়ন গুহের হিংসে হচ্ছে । উদয়ন গুহের জনসমর্থন নেই । তাই এই ধরনের মন্তব্য করছেন । দিনকয়েক পর ওনার পিছনে লোক থাকবে না ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.