Two Workers Died: ওড়িশায় সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত বীরভূমের 2 শ্রমিক - সেপটিক ট্য়াঙ্কে নেমে মৃত দুই শ্রমিক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 31, 2023, 7:25 AM IST

Updated : Jul 31, 2023, 9:25 AM IST

ওড়িশায় সেফটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বীরভূমের দুই শ্রমিকের মৃত্যু। মৃতদের নাম সাফিকুল সেখ ও গোলশাহানুর সেখ । রবিবার ঘটনাটি ঘটেছে ওড়িশার খুড়দা জেলায় ৷ জানা গিয়েছে এদিন ধাউলি থানার রঘুনাথগঞ্জ এলাকায় একটি নির্মীয়মান বাড়িতে কাজের জন্য সেফটিক ট্যাঙ্কে নেমে ছিলেন দুই শ্রমিক। সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে ৷ মৃতরা বীরভূমের পাইকর থানার নয়াগ্রামের বাসিন্দা । 

মৃত দুই শ্রমিকের সহকর্মীরা জানিয়েছেন, ঠিকাদারের কথা মতো প্রথমে সাফিকুল সেখ ট্যাঙ্কে নামেন । সেখানেই তিনি অজ্ঞান হয়ে যান । তাঁকে উদ্ধার করতে সেফটিক ট্যাঙ্কে নামেন গোলশাহানুর সেখ। তিনিও সংজ্ঞা হারান। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও দুই শ্রমিক না ওঠায় কর্মরত অন্য শ্রমিকেরা কী হয়েছে তা জানার চেষ্টা করেন ৷ দেখেন দু’জনেরই মৃত্যু হয়েছে । তাঁরাই পুলিশে খবর দেন ৷ ধাউলি থানার পুলিশ এসে দুই শ্রমিকের দেহ উদ্ধার করে । 

মৃতদেহ দু’টি ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে ওড়িশা পুলিশ । দুই শ্রমিকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বীরভূমের নয়াগ্রামে তাদের পরিবারে । প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তেমনই আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটল ওড়িশায়। 

Last Updated : Jul 31, 2023, 9:25 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.