মৎস্যজীবীর জালে পড়ল 40 কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ - Turtle
🎬 Watch Now: Feature Video
Published : Nov 28, 2023, 2:36 PM IST
Turtle Rescue: মৎস্যজীবীদের জালে ধরা পরল বিরল প্রজাতির কচ্ছপ। এর মধ্যে একটি বড় ও একটি বাচ্চা কচ্ছপ ৷ মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের ঝুপখালি এলাকার মনি নদী থেকে পাওয়া গিয়েছে কচ্ছপদু'টিকে । প্রতিদিনের মতো এদিনও মনি নদীতে জাল ফেলেছিলেন নয়ন মোদি ৷ সেই জাল তোলার সময় তিনি দেখেন দুটি কচ্ছপ ধরা পড়েছে । এরপর কচ্ছপ দু'টিকে তিনি নিজের পাড়ায় নিয়ে আসেন। কুলতলি থানার পুলিশের কাছে বিরল কচ্ছপ উদ্ধারের খবর যায় ৷ পুলিশই বিষয়টি ঝুপখালি রেঞ্জ অফিসে জানায়। এরপর বনকর্মীরা এসে কচ্ছপ দু'টিকে উদ্ধার করে। বনবিভাগ জানিয়েছে, সাধারণভাবে এই কচ্ছপ সমুদ্রের বালি অঞ্চলে বসবাস করে । কিন্তু প্রজনন কালে অর্থাৎ ডিম পাড়ার সময় এরা নদীর মোহনা বা খাঁড়িতে চলে আসে । উদ্ধার হওয়া বড় কচ্ছপটির ওজন প্রায় 40 কেজির কাছাকাছি ৷ অপর একটি বাচ্চা কচ্ছপ রয়েছে ৷ দু'টিকে উদ্ধার করে ঝুপখালি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে ৷ শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে।