ভরা শীতে 'অন্য ঋতু'! র্যাম্প মাতালেন রূপান্তরকামীরা - ফ্যাশন শো
🎬 Watch Now: Feature Video
Published : Dec 28, 2023, 2:29 PM IST
Transgender Ramp Show: ট্রান্সজেন্ডারদের নিয়ে আয়োজিত হল ফ্যাশন শো ৷ ব়্যাম্পে হাঁটলেন রূপান্তারকামীরা ৷ বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টার সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন শো-এর । সেখানে শাড়ি পড়ে ব়্যাম্পে হাঁটলেন 20 জন রূপান্তরকামী ৷
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল রূপন্তরকামীদের নিয়ে মানুষের মনে ভাবনার বদল করা । অনুষ্ঠানে অংশগ্রহণকারী রূপান্তরকামী কথা সরকার বলেন,"এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রতিভা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করতে চাইছেন । নিজেদের অধিকার তুলে ধরেছি মানুষের মধ্যে । আমরা শাড়ি পরলে, মেকআপ করলে সমাজের বহু মানুষ অন্য চোখে দেখে । নানাভাবে তাচ্ছিল্যও করে । বহু বাধা-বিপত্তির মধ্যেও পড়তে হয় । এইসব বন্ধ হওয়া উচিত । তাই আজ আমরা অন্য ঋতু হয়ে র্যাম্পে হেঁটে জানিয়ে দিলাম আমরাও সুন্দরী, আমরাও পারি।"
অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অর্পিতা সেনগুপ্ত বলেন, "রূপান্তরকামীরা সমাজেরই অঙ্গ । ওঁরা বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত। ভুল ধারণাও ভাঙবে এই অনুষ্ঠানের মাধ্যমে । এই রূপ দেখে তাদের আপন করে নেওয়ার ভাবনাও জাগবে আমজনতার মনে । ওঁদের নিয়ে এই প্রথম কোনও অনুষ্ঠানের আয়েজন করা হয়েছে ৷" দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানকে ঘিরে কার্যত উৎসবের চেহারা দেখা দেয়। বহু মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান কার্যত সার্থকতা লাভ করে।