ভরা শীতে 'অন্য ঋতু'! র‍্যাম্প মাতালেন রূপান্তরকামীরা - ফ্যাশন শো

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 2:29 PM IST

Transgender Ramp Show: ট্রান্সজেন্ডারদের নিয়ে আয়োজিত হল ফ্যাশন শো ৷ ব়্যাম্পে হাঁটলেন রূপান্তারকামীরা ৷ বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টার সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন শো-এর । সেখানে শাড়ি পড়ে ব়্যাম্পে হাঁটলেন 20 জন রূপান্তরকামী ৷

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল রূপন্তরকামীদের নিয়ে মানুষের মনে ভাবনার বদল করা । অনুষ্ঠানে অংশগ্রহণকারী রূপান্তরকামী কথা সরকার বলেন,"এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রতিভা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করতে চাইছেন । নিজেদের অধিকার তুলে ধরেছি মানুষের মধ্যে । আমরা শাড়ি পরলে, মেকআপ করলে সমাজের বহু মানুষ অন্য চোখে দেখে । নানাভাবে তাচ্ছিল্যও করে । বহু বাধা-বিপত্তির মধ্যেও পড়তে হয় । এইসব বন্ধ হওয়া উচিত । তাই আজ আমরা অন্য ঋতু হয়ে র‍্যাম্পে হেঁটে জানিয়ে দিলাম আমরাও সুন্দরী, আমরাও পারি।" 

অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অর্পিতা সেনগুপ্ত বলেন, "রূপান্তরকামীরা সমাজেরই অঙ্গ । ওঁরা বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত। ভুল ধারণাও ভাঙবে এই অনুষ্ঠানের মাধ্যমে । এই রূপ দেখে তাদের আপন করে নেওয়ার ভাবনাও জাগবে আমজনতার মনে । ওঁদের নিয়ে এই প্রথম কোনও অনুষ্ঠানের আয়েজন করা হয়েছে ৷" দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানকে ঘিরে কার্যত উৎসবের চেহারা দেখা দেয়। বহু মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান কার্যত সার্থকতা লাভ করে। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.