World Environment Day: বিশ্ব পরিবেশ দিবসে রেল চালকদের গাছের চারা দিয়ে সংবর্ধনা - ওড়িশার রেল দুর্ঘটনা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 5, 2023, 9:01 PM IST

বিশ্ব পরিবেশ দিবসে অভিনব উদ্যোগ ৷ রেল চালক ও রেল গার্ডদের গাছের চারা দিয়ে জানানো হল সংবর্ধনা। ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনার ক্ষত এখনও জ্বলজ্বল করছে দেশবাসীর মনে ৷ এই অবস্থায় দাঁড়িয়ে একটা রেলের চালক ও ড্রাইভারদের গুরুত্ব অপরিসীম। সেই কারণে বৈঁচীগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে তাঁদের কাজকে কুর্ণিশ জানাতে ৷ উষ্ণায়ন এমন জায়গায় পৌঁছেছে যে দার্জিলিং-এর মত পাহাড়ের হোটেলে পাখা লাগাতে হচ্ছে। গাছ কমছে তাই বৃক্ষরোপন জরুরি। বলা হয় একটি গাছ একটি প্রাণ ৷ আসলে গাছই তো প্রাণ। তাই গাছ বাঁচাতে, গাছ লাগাতে সচেতনতাও জরুরি। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে হুগলির বৈঁচি স্টেশনে লোকাল ট্রেনের চালক গার্ড ও যাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। গাছ যেমন মানুষের প্রাণ তেমনই ট্রেনের চালকদের হাতেও মানুষের প্রাণ থাকে। রাত জেগে তাঁরা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেন নিরাপদে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়ত মুহূর্তের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে। তবে প্রতিদিন হাজার হাজার যাত্রী, চালকদের ভরসাতেই ট্রেন সফর করেন। এক স্বেচ্ছাসেবী সংস্থা আধিকারিক প্রীতম বন্দ্যোপাধ্যায় বলেন, "যে হারে বিশ্ব উষ্ণায়ণ বাড়ছে তার জন্য গাছ লাগানো ও প্লাস্টিক বর্জনের জন্য সচেতনতা জরুরি। চালকরা প্রতিটা যাত্রীর প্রাণ রক্ষা করেন। গাছ-ও প্রাণ বাঁচায়, তাই গাছ দিয়ে সম্বর্ধনা আমাদের।" এদিন ড্রাইভারদের সঙ্গে যাত্রীদের গাছ দেওয়া হয়েছে। এক যাত্রী কৃত্তি দাঁ বলেন, "চারিদিকে গাছ কেটে ফেলা হচ্ছে। পৃথিবীতে উষ্ণতা বাড়ছে । তার জন্য গাছ লাগানোর প্রয়োজন।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.