নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ভয়াবহ পরিণতির ডেমো! সচেতনতার পাঠ ট্রাফিক পুলিশের - Traffic Awareness for new year festival season
🎬 Watch Now: Feature Video
Published : Dec 22, 2023, 7:30 PM IST
Traffic Awareness Campaign: গাড়ির নীচে পড়ে রয়েছে একটি বাইক । চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মাদকের বোতল । গাড়ির ভিতরে রক্তাক্ত যুবক ও যুবতী এবং বাইকে থাকা রক্তাক্ত যুবক পড়ে আছে রাস্তায় । দুর্গাপুর স্টিল টাউনশিপের রাস্তায় এমন ছবি দেখে দাঁড়িয়ে পড়ছেন পথচারীরা । না এটা কোনও সিনেমার দৃশ্যের শ্যুটিং চলছে না ৷ আম জনতাকে সচেতন করতে এই ডেমো দেখাচ্ছেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা ।
খিষ্ট্রমাস থেকে বর্ষবরণের আনন্দে গা ভাসান জনসাধরণ ৷ দেখা যায় ট্রাফিক আইন না মনেই গাড়ি চালাচ্ছেন অনেকে ৷ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা বেশি ঘটে এই সময়ে ৷ দুর্ঘটনা থেকে প্রাণহানীর ঘটনাও ঘটে । তাই সাধারণ মানুষকে সচেতন করতেই দুর্গাপুর ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ বিনয় লায়েকের নেতৃত্বে প্রচার চালানো হচ্ছে শহর জুড়ে । সাধারণ মানুষকে সচেতন করেত লিফলেট বিলি করা হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ৷ নেশাগ্রস্ত অবস্থায় যাতে কেউ গাড়ি না চালান সেই পরামর্শ দেওয়া হচ্ছে । আগামী বেশ কয়েকদিন স্টিল টাউনশীপের রাস্তায় এভাবেই প্রচার চালানো হবে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বলে জানান ওসি বিনয় লায়েক ৷