Landslide in Darjeeling: দার্জিলিঙে ধস, সাময়িক ব্যাহত টয় ট্রেন পরিষেবা - দার্জিলিঙে ধস
🎬 Watch Now: Feature Video
কার্শিয়াং-এর তিনধারিয়ার কাছে রেলওয়ে ট্র্যাকের উপর হঠাৎ পাহাড় থেকে ধস নামে ৷ যার ফলে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ডাউন টয় ট্রেন পরিষেবা সাময়িক ব্যাহত হয়েছে ৷ ধসের জেরে গাছ পড়ে যায় ট্রেন লাইনে ৷ যার ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা (Toy train service from Darjeeling to NJP temporarily disrupted due to Landslide) ৷ ডিএইচআর ডিরেক্টর অরবিন্দ কুমার মিশ্র জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যে গাছ সরিয়ে ফেলেছেন এবং রেলওয়ে ট্র্যাক পরিষ্কার করার কাজ চলছে । বর্ষাকালে প্রায়শ্যই পাহাড়ে এরকম ধসের ঘটনা ঘটে ৷ এর ফলে অসুবিধায় পড়তে হয় পর্যটকদের ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST