Cooch Behar TMC: একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে রওনা হলেন কোচবিহারের তৃণমূল কর্মীরা - Tmc workers of Cooch Behar left to attend the 21st of July rally
🎬 Watch Now: Feature Video
একুশে জুলাই শহিদ সমাবেশে যোগ দিতে রবিবার নিউ কোচবিহার স্টেশন থেকে উত্তরবঙ্গ, তিস্তা-তোর্সা ও পদাতিক এক্সপ্রেস চেপে তৃণমূল কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন(Tmc workers of Cooch Behar left to attend the 21st of July rally)। তাদের হাতে জল ও শুকনো খাবার-সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল(Cooch Behar TMC)সভাপতি পার্থপ্রতিম রায় । জানা গিয়েছে, কোচবিহার জেলা থেকে প্রায় 15 হাজার তৃণমূল কর্মী কলকাতা যাবেন । কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "সব মিলিয়ে কোচবিহার থেকে 15 হাজার কর্মী যাবে । রবিবার থেকে যাত্রা শুরু হল । আগামী দিনগুলোতেও ট্রেনে চেপে তাঁরা কলকাতায় পৌঁছবেন ৷"
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST