Mamata On 21 July: 'কলকাতায় বেড়াতে যাচ্ছি' মন্তব্য 21 এর মঞ্চে যোগ দিতে আসা তৃণমূল সমর্থকের - শহিদ দিবস

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 21, 2023, 1:46 PM IST

শুরু হয়ে গিয়েছে শহিদ দিবসের অনুষ্ঠান ৷ জনসভায় যোগ দিতে কাকভোর রওনা হয়েছেন আসনসোল বাসী ৷  কিন্তু যারা এত উৎসাহ নিয়ে আসছেন তাঁরা আদৌ জানেন কী জন্য আসছেন ? অথবা কী হয়েছিল আজকের দিনে ? বেশির ভাগ লোকই জানেন না । কেউ তো রাখঢাক না রেখেই বললেন, "কলকাতায় বেড়াতে যাচ্ছি ।"  অনেকের কাছ থেকে শোনা গেল আজ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক দিবস । কেউ আবার বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য মিটিং ডেকেছেন তাই যাচ্ছি । পাশ থেকে অবশ্য এক মহিলা ভুল শুধরে দিয়ে বললেন, "আজ শহিদ দিবস ।" তবে এক সমর্থক অবশ্য কিছুটা ঠিক ব্যাখ্যা দিলেন শহিদ দিবসের ৷ ওই মহিলা জানান, জ্যোতি বসুর নির্দেশে গুলি চালানো হয়েছিল ধর্মতলার অনশন মঞ্চে ।  সেখানেই 13 জন শহিদ হয়েছিলেন ৷   

21 জুলাই তৃণমূলের শহিদ দিবসে কলকাতা যাওয়ার জন্য ভোর থেকে সব ট্রেনে ভিড় ছিল চোখে পড়ার মতো । কেউ কেউ বিনা টিকিটেও যাতায়াত করছেন ৷ তাঁরা দলের ব্যাচ পরে আছেন ৷ অঘোষিত ভাবেই আজ সাধারণ যাত্রীদের ট্রেনে চড়া নিষেধ । কার্যত বলা যায় পুরো ট্রেন দখলে চলে গিয়েছে শহিদ সমাবেশে কলকাতায় যোগ দেওয়া মানুষজনের হাতে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.