Lovely on Suvendu: গঙ্গাজলের রাজনীতি! শুভেন্দুর রোড-শো শেষে শুদ্ধিকরণ লাভলীর - বিধায়ক লাভলী মৈত্র

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 29, 2023, 7:31 AM IST

Updated : May 29, 2023, 4:50 PM IST

শুভেন্দু অধিকারীর পথসভা শেষে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ তৃণমূলের ৷ সোনারপুরে রবিবার পথসভার আয়োজন করেছিল বিজেপি ৷ উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই সভা শেষে গঙ্গাজল ছিটিয়ে সোনারপুর ষ্টেশন রোড শুদ্ধ করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। পাশাপাশি শুভেন্দুকে দুর্নীতিবাজ বলেও কটাক্ষ করেন তিনি । বিধায়ক আরও জানান, টিভির পর্দায় শুভেন্দুকে টাকা নিতে রাজ্যের সব মানুষ দেখেছেন।

সোনারপুরে আগামী মঙ্গলবার এই সভার পালটা সভা হবে বলে জানান বিধায়ক লাভলী মৈত্র । পাশাপাশি পথসভা থেকে শুভেন্দু যে দুর্নীতির অভিযোগ করেছেন তাও অস্বীকার করেন বিধায়ক। তিনি বলেন, "বিরোধী দলনেতা হিসেবে তিনি নিজের ভূমিকা পালন করেন না । আমাদের দলের নেতাদের বাড়িতে ইডি সিবিআই পাঠানোর হুমকি দেন । ওঁর আগে বিরোধী দলনেতার ভূমিকা সম্পর্কে জানা উচিত । শুভেন্দুর বিরুদ্ধে ইডি ও সিবিআই এর অভিযান চালানো উচিত ।"

বিধায়কের আরও দাবি, রাজ্যের বিরোধী দলনেতা সোনারপুরের মাটিতে এসে এই মাটিতে কলঙ্কিত করেছে । সোনারপুরের মাটি পবিত্র ৷ সেই পবিত্র মাটিকে অশুদ্ধ করেছেন বলেন শুদ্ধিকরণ করা হচ্ছে । পাশাপাশি তাঁর দাবি, মানুষ তৃণমূলের পাশে রয়েছে সেটা আগামী দিনের পঞ্চায়েত নির্বাচনেই বোঝা যাবে । 

Last Updated : May 29, 2023, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.