Panchayat Elections 2023: শাসকদলকে বেইমান বলে কটাক্ষ ইসলামপুরের বিধায়কের - শাসকদলকে বেইমান
🎬 Watch Now: Feature Video
এর আগেই নির্বাচন নিয়ে শাসকদলকে বিদ্ধ করেছিলেন দলের বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী ৷ নির্বাচনের আগের দিনও বিস্ফোরক মন্তব্য ইসলামপুরের বিধায়কের ৷ সেইসঙ্গে শাসকদলকে বেইমান বলে কটাক্ষ করেন আবদুল ৷ ভোটের সকাল থেকেই আবদুল সমর্থিত নির্দল প্রার্থীদের সঙ্গে শাসকদলের সংঘর্ষের আশঙ্কা করেছিলেন তিনি ৷ তাই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর কথাও উল্লেখ করেন ৷
শুক্রবার বক্তব্য রাখতে গিয়ে আবদুল করিম চৌধুরী বলেন, " পর্যাপ্ত পরিমানে কেন্দ্রীয় বাহিনী না এলে ভোটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বিরোধী দল ইসলামপুরে তুলনামূলক কম শক্তিশালী । শাসকদল তৃণমূল কংগ্রেস বেইমান দলে পরিণত হয়েছে । তারাই সংঘর্ষ করবে । তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনকেও একজন সন্ত্রাসবাদী হিসাবে উল্লেখ করেন । তাঁর কারণেই ইসলামপুর নির্বিঘ্নে ভোট করাতে পারবে না পুলিশ ।" এলাকায় পুলিশের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি জানান সন্ত্রাসবাদীর মোকাবিলা করতে পারবে না পুলিশ ৷ করিম চৌধুরীর আরও দাবি, জাকির হোসেনের অনেক অস্ত্র- সস্ত্র আছে ৷ যেকোনও মুহূর্তে হামলা করতে পারেন ৷