'চোর আসছে চালসায়', শুভেন্দুকে কটাক্ষ করে মানুষকে সতর্ক করলো তৃণমূলের আইটি সেল - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 10:08 PM IST

Updated : Dec 17, 2023, 7:49 PM IST

TMC IT Cell Slams Suvendu Adhikari: শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় কর্মীসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর ঠিক তার আগে চালসার ব্যবসায়ী-সহ সাধারণ মানুষকে সতর্ক করল তৃণমূল কংগ্রেসের আইটি সেল। তৃণমূল কংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে এদিন হুটার বাজিয়ে, মাইকিং করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। আইটি সেলের কর্মীদের হুটার বাজিয়ে হ্যান্ড মাইক দিয়ে বলতে শোনা যায়, "দেখতে নাদুস-নুদুস একজন চোর আমাদের এলাকায় আসছেন। তাই আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন।" আর সেই চোর অনেকটা হুবহু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো দেখতে বলেও জানান তারা। এদিন তৃণমূল কংগ্রেস আইটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক কুণ্ডু, রৌমেন ঘোষ, অগ্নিভ মজুমদার-সহ অনেকে এই কর্মসূচিতে হাজির ছিলেন। এদিকে এবিষয়ে নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা বলেন, "যারা চোর তারাই আবার অন্যকে চোর বলছে। মানুষ জানে কে চোর।" তাই বলা যায় শনিবার শুভেন্দু অধিকারীর কর্মীসভাকে ঘিরে রীতিমতো সরগরম ছিল ডুয়ার্স এলাকা। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকেই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরম কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷ বিরোধী 'ইন্ডিয়া' জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Dec 17, 2023, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.