Leaders at Bowbazar: বউবাজারে মানুষের পাশে দাঁড়াতে হাজির শাসক-বিরোধীরা - সজল ঘোষ
🎬 Watch Now: Feature Video
ভোরবেলায় বউবাজার (Leaders at Bowbazar) এলাকার মদন দত্ত লেনে মেট্রোর কাজের জন্য একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ার পর মালপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন আতঙ্কিত বাসিন্দারা (Bowbazar Metro problem)৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলের যান পৌরপিতা বিশ্বরূপ দে । তিনিও সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত এবং আশ্বস্ত করার চেষ্টা করেন । কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের । 15 দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন আধিকারিকরা । তবে এই মুহূর্তে এলাকায় পরিস্থিতি বেশ উদ্বেগজনক । এলাকার বাসিন্দারা সাফ জানিয়ে দিয়েছেন যে তাঁরা লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত ঘটনাস্থল ছাড়বেন না । পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে । বিজেপি নেতা সজল ঘোষও যান বউবাজারে । তিনি বলেন, "আমি এই পাড়ায় থাকি না ঠিকই তবে পাশের পাড়ার কাউন্সিলর আমি । এই পাড়ায় আমার অনেক বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন থাকেন । আমি এই দুঃসময়ে তাঁদের পাশে থেকে তাঁদের যদি কোনও রকম সাহায্য করতে পারি নিজেকে ভাগ্যবান মনে করব ।"
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST