Thunderstorm in North Bengal: দু'দিনের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে - ব্যাপক ক্ষয়ক্ষতি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার
🎬 Watch Now: Feature Video
ঝড়-বৃষ্টি চলছে টানা দু'দিন ধরে ৷ আর তার জেরে ব্যাপক ক্ষতি হল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। গাছ পড়ে আলিপুরদুয়ার থেকে রাজাভাতখাওয়া যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে অনেক বাড়ির চাল উড়ে গিয়েছে। এখানেও প্রচুর গাছ ভেঙে পড়েছে। পাশাপাশি, মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সূত্রে খবর, কয়েকশো মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঝড়ের ফলে কৃষি জমিরও বেশ খানিকটা ক্ষতি হয়েছে।
ইতিমধ্যেই ধূপগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন ধূপগুড়ির বিডিও শঙ্খদ্বীপ দাস। ধূপগুড়ির বাসিন্দা তহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে বাজ পড়ার কারণে বৈদ্যুতিক মিটারে আগুন লেগে যায়। শিলাবৃষ্টির জেরে জমির অনেক শস্য নষ্ট হয়ে গিয়েছে ৷ ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস জানিয়েছেন, ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ত্রিপল-সহ অন্য সামগ্রী দিয়ে সাহায্য করার কাজ চলছে। অন্যদিকে, আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের প্রচুর গাছ ভঙে পড়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় গতকাল।