Bomb Recover at Bhangar: 144 ধারা উঠতেই ভাঙড়ে উদ্ধার 3 ব্যাগ তাজা বোমা - ভাঙড়ে উঠেছে 144 ধারা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 1, 2023, 6:49 PM IST

সোমবারই ভাঙড়ে উঠেছে 144 ধারা ৷ আর তার পরপরই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ সোমবার ভাঙড়ের কাঁটাভাঙা এলাকার একটি বাঁশ বাগানে তিনটি ব্যাগ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা ৷ কৌতুহলবশত উঁকি দিতেই তাঁরা দেখেন তিন ব্যাগ ভরতি তাজা বোমা পড়ে রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশীপুর থানার পুলিশ ৷ 

ঘটনা প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা গোলাম রসুল মোল্লা বলেন, "আমরা বাঁশ বাগানের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখি ৷ কৌতুহলবশত উঁকি দিয়ে দেখি তাজা বোমা রয়েছে ব্যাগে। ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাগ-সহ বোমাগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷" দ্রুত এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে অভিযুক্তদের গ্রেফতারের কথা বলেছেন ওই ব্যক্তি ৷ পাশপাশি পঞ্চায়েত নির্বাচনের মতো আবারও ভাঙড়ে উত্তেজনা ছড়াবে কিনা তা নিয়েও আতঙ্কিত স্থানীয়রা ৷ 

প্রসঙ্গত, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় ৷ প্রার্থীদের মনোনয়ন জমার দিন থেকে নিবার্চন পরবর্তী সময়েও উত্তপ্ত ছিল ভাঙড় ৷ বিভিন্ন দলের বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছিল ৷ সোমবার উঠেছে সেই নির্দেশিকা ৷ মঙ্গলবার থেকেই স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে ভাঙড় ৷ তারই মধ্যে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.