Kali Puja 2022: প্রাকৃতিক দুর্যোগের চোখরাঙানিকে উপেক্ষা করে থিম পুজো - Theme puja in Durgapur
🎬 Watch Now: Feature Video
প্রাকৃতিক দুর্যোগের চোখরাঙানিকে উপেক্ষা করে দুর্গাপুরে থিম পুজোর রমরমা । আগাম প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা । কিন্তু কালীপুজোর উদ্যোক্তারা তাতে খুব একটা আমল দেননি । দুর্গাপুরের বিভিন্ন ক্লাবে দেখা গেল অভিনব থিমের আয়োজন করতে । দূর্গাপুর b-জোন আমরা কজন ক্লাব, সবুজ সংঘ, নিউটন সার্বজনীন, দয়ানন্দ কালচারাল ক্লাব, সি-জোন মহাবীর স্পোর্টিং ক্লাব, দিশারী সঙ্ঘের পুজোয় অভিনব থিম তৈরী করা হলো । আর এই থিম পুজোর আকর্ষণে কালীপুজোর আগে রাত থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় (Kali Puja 2022)।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST