DYFI Agitation: ডিওয়াইএফআইয়ের মিছিলে ধুন্ধুমার, চ্যাংদোলা করে তোলা হল মীনাক্ষীকে - ডিওয়াইএফআই
🎬 Watch Now: Feature Video
করুণাময়ীর পাশাপাশি সল্টলেক সিটি সেন্টারেও এসএফআই ও ডিওয়াইএফআই-এর বিক্ষোভ (SFI DYFI protest) ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠল ৷ গতকাল রাতে বিক্ষোভরত 2014 সালের টেট উত্তীর্ণ (TET Agitation) চাকরিপ্রার্থীদের পুলিশ 'জোর করে আটক' করায় তার প্রতিবাদে এ দিন বিক্ষোভ দেখায় বামেদের ছাত্র ও যুব সংগঠন ৷ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । তাঁরা 144 ধারা মেনেই মিছিল করবেন, কিন্তু ধৃতদের ছেড়ে দিতে হবে বলে দাবি জানান তিনি ৷ রাস্তায় বসে পড়ে তিনি বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তখনই তাঁকে চ্যাংদোলা করে টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় ৷ আটক করা হয় অন্যান্য বিক্ষোভরত কর্মীদেরও ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST