Onion Price in Kolkata: পেঁয়াজের দাম চড়তেই ময়দানে টাস্ক ফোর্স, শহরের একাধিক বাজারে পরিদর্শন
🎬 Watch Now: Feature Video
Published : Nov 4, 2023, 7:03 PM IST
পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের ৷ কয়েকদিন আগেই কেজি প্রতি পেঁয়াজের দাম ছিল 80 টাকা ৷ তবে বর্তমানে নাসিক থেকে পেঁয়াজ আসা শুরু করায় একটু হলেও কমেছে দাম ৷ পাইকারি দামে সমতা ফিরলে খুচরো বাজারেও তার প্রভাব পড়বে। শুক্রবার বাজার পরিদর্শনে এসে এমনটাই জানালেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ।
আপাতত 80 টাকা থেকে নেমে কলকাতার বাজারে পেঁয়াজের দাম হয়েছে কেজি প্রতি 65 থেকে 70 টাকা। পুজোর আগে দাম ছিল প্রতি কিলো 30 থেকে 40 টাকা। বেশ কয়েক বেড়ে দাম হয়েছিল কমেবশি 80 টাকা। বিক্রেতাদের আশঙ্কা ছিল টোমেটোর মতো পেঁয়াজের দামেও সেঞ্চুরি করতে পারে ৷ তার আগেই বাজারের পরিস্থিতি খতিয়ে দেখতে বাজারে ঘুরছে নবান্নের তৈরি টাস্ক ফোর্স। আজ উত্তর কলকাতার আরও দুটি বাজার ঘুরলেন তাঁরা। বাগমারী ও মানিকতলা বাজারে সবজি থেকে শুরু করে পেঁয়াজ-রসুনের দামের খোঁজ নেন সদস্যরা।
টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, "পাইকারি দামে সমতা ফিরলে পেঁয়াজের দাম আরও কিছুটা কমতে পারে । ইতিমধ্যেই কেন্দ্রের মজুত করে রাখা পেঁয়াজ রাজ্যে ঢুকতে শুরু করেছে । পাশাপাশি, রাজ্যে উৎপাদিত পেঁয়াজ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে বাজারে আসবে । তাই দাম আর বাড়ার সম্ভাবনা কম ৷"