ফাঁদে পা না-দিয়ে তিনদিন পর জঙ্গলে ফিরল দক্ষিণরায়, স্বস্তি কুলতলিতে - স্বইচ্ছায় জঙ্গলে ফিরল দক্ষিণ রায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 3:40 PM IST

Updated : Dec 11, 2023, 3:46 PM IST

Royal Bengal Tiger: তিন দিন পর স্ব-ইচ্ছায় জঙ্গলে ফিরল দক্ষিণরায়। গত শনিবার দক্ষিণ 24 পরগনার কুলতলির ভুবনেশ্বরী অঞ্চলে গৌড়ের চক এলাকায় নদীর তীরে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় বনদফতরকে ৷ বনদফতরের পক্ষ থেকে বাঘটিকে ধরার জন্য গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। বাঘকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা ৷ অবশেষে, সোমবার সকালে সুন্দরবন লাগোয়া, বুদ্ধির খালে সাঁতার কেটে সুন্দরবনের আজমমারি জঙ্গলে ফিরে গেল দক্ষিণরায়। বাঘ সাঁতার কাটতে দেখে এলাকাবাসীরা ও বন বিভাগের কর্মীরা বোমা ও বাঁশ দিয়ে তাড়া করেন।

তারপর সে নিজের ডেরায় ফিরে যায়। এ বিষয়ে এক গ্রামবাসী বলেন, "তিনদিন ধরে আমরা এই বাঘের আতঙ্কে আতঙ্কিত ছিলাম ৷ অবশেষে আতঙ্ক থেকে মুক্তি পেলাম। বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে। আমাদের তিনদিন ধরে যে পরিশ্রম তা সফল হয়েছে।" এবিষয়ে দক্ষিণ 24 পরগনার বনদফতরের মুখ্য আধিকারিক (ডিএফও) মিলন কান্তি মণ্ডল বলেন, "শনিবার বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। এরপর মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় এলাকাবাসীদের আমরা সতর্ক করি ৷ বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয় ৷ কিন্তু আজ সকালে বনকর্মীরা ও স্থানীয় এলাকাবাসীরা দেখতে পান বাঘটি সাঁতরে আজমমারির জঙ্গলে ফিরে যাচ্ছে। এরপর বন বিভাগের কর্মীরা বাঘটিকে ভয় দেখানোর জন্য বোমা ফাটায়। বোমার শব্দে বাঘটি জঙ্গলে ফিরে যায়। এখন বিপদ মুক্ত হল গোটা গ্রাম। 

Last Updated : Dec 11, 2023, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.