Sukanta Majumdar ডাক্তার, হাকিমের নাম শুনলেই তৃণমূল নেতারা কান্নাকাটি করছেন, কটাক্ষ সুকান্তর - অনুব্রত মণ্ডল
🎬 Watch Now: Feature Video
জনগণই সব ঠিক করবেন ৷ তাঁরা কাদের ভোট দিয়ে বাংলার মসনদে বসিয়েছেন, দেখুন ৷ এঁরা কি আদৌ মসনদে বসার যোগ্য ৷ শনিবার নদিয়া (Nadia) সফরে এসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ এদিন কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায় আয়োজিত একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ সেই সময়েই সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত ৷ একটি প্রশ্নের উত্তরে বলেন, এখন ডাক্তার, হাকিমের নাম শুনলেই তৃণমূল নেতারা কান্নাকাটি শুরু করে দিচ্ছেন ৷ আসলে সাম্প্রতিক একাধিক ঘটনায় হাকিমের অর্থাৎ বিভিন্ন বিচারক ও বিচারপতিদের রায় রাজ্যের শাসকদলের হেভিওয়েটদের বিরুদ্ধে গিয়েছে ৷ আবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতারের ঘটনায় সরকারি চিকিৎসকদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে ৷ পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) ক্ষেত্রে কাঠগড়ায় উঠেছে রাজ্যেরই সুপার স্পেশালিটি সরকারি হাসাপাতাল ৷ সুকান্তর এদিনের মন্তব্য সেই ঘটনাগুলিরই প্রেক্ষিতে করা বলে মত ওয়াকিবহাল মহলের ৷ এদিন তিনি তৃণমূল সরকারের শাসন ক্ষমতায় থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST