Gujarat Bridge Collapse: সেতু বিপর্যয়ে দোষীরা 6 মাসের মধ্যে জেলে যাবেন, দাবি সুকান্তর - জগদ্ধাত্রী পুজো
🎬 Watch Now: Feature Video
গুজরাতে সেতু ভেঙে বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) প্রসঙ্গ উঠতেই ফের একবার কলকাতার পোস্তায় নির্মীয়মান ওভারব্রিজ ভেঙে পড়ার কথা বললেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ জগদ্ধাত্রীপুজো উপলক্ষে সোমবার হুগলির চন্দননগরের বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরে দেখেন তিনি ৷ সেই সময়েই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, বাংলা আর গুজরাতের মধ্যে অনেক ফারাক আছে ৷ বাংলায় 6 বছর আগে পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল ৷ আজও সেই ব্রিজ পুরো সরানো হয়নি ৷ এতটাই করিৎকর্মা সরকার ৷ কিন্তু, গুজরাতে যাঁরা এই ঘটনায় দোষী হবেন, তাঁরা 6 মাসের মধ্যেই জেলে ঢুকবেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST