World No Tobacco Day: বিশ্ব তামাক বিরোধী দিবসে সচেতনতা বৃদ্ধিতে বালি ভাস্কর্য সুদর্শনের - তামাক
🎬 Watch Now: Feature Video
তাবাক সেবন স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকারক ৷ সেই বার্তাই বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিবছর 31 মে পালিত হয় বিশ্ব তামাক বিরোধী দিবস ৷ বুধবার বিশেষ দিনটিতে তামাক ছাড়ার বার্তা দিয়ে ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে বালি ভাস্কর্য তৈরি করলেন শিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ বিভিন্ন রঙের মিশ্রণে বিশাল বালি ভাস্কর্য তৈরি করেছেন তিনি ৷ তাতে তামাক সেবন করলে কী হতে পারে, তার উল্লেখ করা হয়েছে ৷ তামাক থেকে ক্যানসার ও অন্যান্য বিভিন্ন রোগ হয় ৷ সেইগুলি খণ্ড খণ্ড আকারে তুলে ধরেছেন সুদর্শন তাঁর শিল্পের মাধ্যমে ৷ এই বালু শিল্পী তাঁর টুইটে লেখেন, "বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে আমার বালি ভাস্কর্য ।" তামাকের অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে 31 মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় । সরকার তামাকের আসক্তি মোকাবিলায় বিভিন্ন প্রচেষ্টা করছে এবং এই নিয়ে সচেতনা জারি রয়েছে । তা সত্ত্বেও তামাক ব্যবহারের ফলে বাড়ছে সামাজিক ও আর্থিক বোঝা ৷ তবে বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক এই প্রথম নয় ৷ বিভিন্ন দিবসে তিনি মানুষকে সচেতন করতে বালি ভাস্কর্য তৈরি করেন ৷