Ram Navami 2023: বালি ভাস্কর্যে রাম নবমীর শুভেচ্ছা শিল্পী সুদর্শন পট্টনায়েকের - বালি ভাস্কর্যে রাম নবমীর শুভেচ্ছা সুদর্শনের
🎬 Watch Now: Feature Video
আজ রাম নবমী ৷ দেশব্যাপী পালিত হচ্ছে উৎসব ৷ বালির ভাস্কর্যে রাম নবমীর (Ram Navami 2023) শুভেচ্ছা জানালেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sand Artist Sudarsan Pattnaik) ৷ পুরীর সমুদ্র সৈকতে শিল্পী সুদর্শন পট্টনায়েক শ্রী রামচন্দ্রের মূর্তি এবং নব নির্মিত অযোধ্যার রামমন্দিরের একটি বালির ভাস্কর্যে তৈরি করেছেন। যা দেখতে প্রচুর সংখ্যক পর্যটক ভিড়ও জমিয়েছিলেন। রাম নবমী উপলক্ষে পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে বিশেষ আচার অনুষ্ঠান পালিত হবে ৷ দেশে যেমন রাম নবমী পালিত হচ্ছে তেমনই বাংলাতেও মহা সমারোহে এই উৎসব পালিত হচ্ছে ৷ এই উৎসব বিগত কয়েক বছরে আরও সাড়ম্বরে পালল হচ্ছে বঙ্গেও ৷
পাশপাশি বালু শিল্পী সুর্দশন পট্টনায়েক বিভিন্ন অনুষ্ঠানে, কোনও বিশেষ দিনে বালিতে তাঁর ভাস্কর্যে ফুটিয়ে তোলেন ৷ এর আগে বালি ভাস্কর্যে মহাশিবরাত্রির (Mahashivaratri 2023) শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি ৷ তার আগে নারী দিবস উপলক্ষে পুরীর সমুদ্রতটে বালির ভাস্কর্য নির্মাণ করে নাম দিয়েছেন 'জয় অফ কালারস'। বিভিন্ন পেশার কৃতী মহিলার মুখ উঠে এসেছিল বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকের স্থাপত্যে ৷ সাত টন বালি আর বিভিন্ন রঙে পুরীর সৈকত সাজিয়ে তুলেছিলেন তিনি ৷