Sudarsan Pattnaik: এশিয়াডে শত পদক জয়ের ইতিহাস ভারতের! বালি ভাস্কর্যে অ্যাথলিটদের অভিনন্দন সুদর্শনের - Sudarsan Pattnaik

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 10:51 PM IST

বালুচরে বালি দিয়ে যে তৈরি হতে পারে অপূর্ব সব ভাস্কর্য সুদর্শন পট্টানায়কের কাজ না-দেখলে হয়তো বিশ্বাস করতেন না অনেকেই ৷ ওড়িশার এই বালু-শিল্পীর ভাস্কর্য এখন দেশের ঘরে ঘরে পরিচিত ৷ যে কোনও বড় ঘটনা তাঁর মনে আঘাত করলেই তিনি তা ফুটিয়ে তোলেন বালুশিল্পে ৷ সুদর্শন এর আগে বালিতে কখনও ফুটিয়ে তুলেছেন লতা মঙ্গেশকরের প্রতিকৃতি, কখনও বা ফুটিয়ে তুলেছেন সচিন তেন্ডুলকরের অবয়ব ৷ আর শনিবার ভারতের এশিয়াডে 100 পদক প্রাপ্তির সুদর্শন অভিনন্দন জানালেন তাঁর শিল্পের মাধ্যমে ৷ বালির উপর ফুটে উঠল সোনা, রুপো এবং ব্রোঞ্জের পদকের প্রতিরূপ ৷ আর তার নীচেই তিনি লিখে দিলেন অভিনন্দন ৷ শুক্রবারই বোঝা গিয়েছিল 100 পদকপ্রাপ্তি এবার নিশ্চিত ৷ আর শনিবার তাতে সিলমোহর দিয়ে এশিয়াডে শততম পদক এল ভারতের ঝুলিতে ৷ এদিন সকালে 100তম পদকটি জেতে মহিলা কবাডি দল ৷ স্বর্ণপদক জয় করে ভারতকে এই মাইলস্টোনে পৌঁছে দেন ভারতের সোনার মেয়েরা ৷ শনিবারে মোট 8টি স্বর্ণপদক জয় করেছে ভারত ৷ রয়েছে অন্যান্য পদকও ৷ যার জেরে আপাতত ভারতের ঝুলিতে রয়েছে 107টি পদক ৷  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.