Sachin Tendulkar at 50: পঞ্চাশে পা সচিনের, পুরীর বালুকাবেলায় মাস্টার-ব্লাস্টারকে শ্রদ্ধা বালুশিল্পী সুদর্শনের - সচিন তেন্ডুলকর
🎬 Watch Now: Feature Video
মাস্টার-ব্লাস্টারের জন্মদিনের হাফসেঞ্চুরিতে তাঁকে সম্মানিত করলেন পুরীর বিশিষ্ট বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ বালি দিয়ে সচিনের অবয়ব ফুটিয়ে তোলার পাশাপাশি 50টি ক্রিকেট ব্যাট তৈরি করেছেন শিল্পী ৷ এমনকী সেই ক্রিকেট ব্যাট দিয়েই 50 শব্দটি লিখেছেন তিনি ৷ সেই সংখ্যার মধ্যেই সচিন তেন্ডুলকরের অবয়ব ফুটিয়ে তুলেছেন সুদর্শন ৷ আর এই সমগ্র বালুশিল্পের নীচে আরেকটি বিশালাকার ব্যাট তৈরি করেছেন তিনি ৷ সেখানে ইংরেজিতে লেখা ‘হ্যাপি বার্থডে টু সচিন তেন্ডুলকর জি’ ৷ মোট 8 টন বালি ব্যবহার করে সচিনের 50 বছরের জন্মদিনে এই বিশেষ শিল্পকলা তৈরি করেছেন সুদর্শন পট্টনায়ক ৷ তাঁর এই বালি ভাস্কর্যটির উচ্চতা 7 ফুট ৷
টুইটারে এ নিয়ে একটি পোস্টও করেছেন সুদর্শন পট্টনায়ক ৷ সেখানে তিনি লিখেছেন, "ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর জি-কে জন্মদিনের শুভেচ্ছা ৷ এই মাইলফলক তাঁর জীবনে আরও সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুক ৷" সুদর্শনের সঙ্গে সকল ভারতবাসী একই কামনায় ৷ ওড়িশার পুরীর সৈকতে বালি দিয়ে সচিনের 50 বছরের জন্মদিন উপলক্ষে যে 50টি ক্রিকেট ব্যাট তৈরি করেছেন ৷ তাও উল্লেখ পোস্টে উল্লেখ করেছেন বালুশিল্পী সুদর্শন ৷