বিশ্বকাপ উঠুক ভারতের হাতে, রায়গঞ্জের পাঠশালায় প্রার্থনা কচিকাঁচাদের - রায়গঞ্জের পাঠাশালায় প্রার্থনায় মগ্ন কচিকাঁচারা
🎬 Watch Now: Feature Video
Published : Nov 18, 2023, 6:38 PM IST
World Cup Final 2023: ক্রিকেট বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দুনিয়া । রাত পোহালেই মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া । 20 বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি এই দুই দেশ। গোটা ভারতবর্ষ জুড়ে সাজো-সাজো রব। ঠিক তার আগে ভারতের বিশ্বজয়ের লক্ষ্যে শুভ কামনায় চলছে পুজো-অর্চনাও । ভারত বিশ্বকাপ জিতবেই এই আশায় উচ্ছ্বাসে মেতে উঠেছে দেশবাসী। এমন আবহেই এবারে এক অভিনব চিত্র দেখা গেল রায়গঞ্জ শহরে। একটি বেসরকারি পাঠশালায় পঠনপাঠন শুরুর প্রাক্কালে বিশ্বকাপে ভারতের জয়ের প্রার্থনায় মগ্ন কঁচিকাঁচারা ।
কুলিক জঙ্গল লাগোয়া বস্তি এলাকায় অবস্থিত এক স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত পাঠশালায় নজরে এসেছে এমনই দৃশ্য। মূলত, ওই এলাকার গরীব দুঃস্থ বাচ্চাদের সুপথে পরিচালিত করতে এই স্বপ্নসাথী প্রকল্প চালু করেছেন কৌশিক ভট্টাচার্য নামে এক সমাজ কর্মী। এই পাঠশালায় বিনা পয়সায় নিয়মিত পঠন-পাঠন করে জনা তিরিশেক দুঃস্থ ছাত্র ছাত্রী। কৌশিক জানান, রোজ পঠনপাঠনের আগে প্রার্থনা হয় । কিন্তু রবিবার যেহেতু বিশ্বকাপ । যা নিয়ে উৎসাহিত বাচ্চারাও । তাই এই উৎসাহকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেই এই অভিনব উদ্যোগ । এ দিন তেরঙা হাতে নিয়ে উপস্থিত হয় শিশুরা । তাদের বিশ্বাস 'ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে' অর্থাৎ বিশ্বকাপ জিতবে ৷