Rajanya Haldar on Jadavpur: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বাম সমর্থিত ইউনিয়নের দিকে অভিযোগের তির রাজন্যার - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 21, 2023, 11:03 PM IST

Updated : Aug 22, 2023, 7:08 AM IST

যাদবপুর-কাণ্ড নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল ৷ সোমবারই যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করেছেন সিপিএমকে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "আগে যাদবপুর নিয়ে আমরা গর্ববোধ করতাম। অথচ সিপিএমের ইউনিয়ন একটা ছেলেকে মেরে ফেলল। এরা জীবনে বদলাবে না। বছরের পর বছর রক্ত নিয়ে খেলেও এদের শান্তি নেই।" এই ঘটনার দিনই নদিয়ার রাণাঘাটে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। এদিন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য-সহ চার প্রতিনিধি দল দেখা করতে আসেন মৃত ছাত্রের পরিবারের সঙ্গে। দীর্ঘক্ষণ তার পরিবারের সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজন্যা হালদার। প্রথমে ছাত্রের মৃত্যু নিয়ে সমবেদনা প্রকাশ করেন। এরপরই তিনি পুরো দায়ভার বাম সমর্থিত ইউনিয়নের বিরুদ্ধে তুলে ধরেন। তিনি বলেন, "আমরা জানতাম না যাদবপুর বিশ্ববিদ্যালয় এইভাবে নিয়মিত র‍্যাগিং চলে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিয়নের দায়িত্বে রয়েছে বাম সমর্থিত সংগঠন। বাম ও অতি বাম সমর্থকরা এত নৃশংস হতে পারে সেটা আমরা জানতাম না। সেই কারণে তারা সিসিটিভি পর্যন্ত লাগাতে দিচ্ছে না। এত বড় স্পর্ধা তাঁদের। ইউনিয়নের দায়িত্ব থাকা সদস্যরা যে অমানবিকতার কাজকর্ম করে, সেগুলো যাতে সবার নজরে না আসে সেই কারণেই তারা বাধা দিচ্ছে সিসিটিভি লাগাতে। তবে আমাদের প্রতিবাদ চলবে, যাতে র‍্যাগিং বন্ধ করা যায়, সেই আন্দোলন আমরা চালিয়ে যাব।"

Last Updated : Aug 22, 2023, 7:08 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.