Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় মা তারার বিশেষ সন্ধ্যারতি, দেখুন ভিডিয়ো - আরতি
🎬 Watch Now: Feature Video
Published : Sep 14, 2023, 9:43 PM IST
তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার অনেক মাহাত্ম্য রয়েছে ৷ এই দিনে তারাপীঠে মা তারার বিশেষ পুজোর করা হয়ে থাকে ৷ সকালের মঙ্গল আরতি দিয়েই শুরু হয়ে যায় পুজো ৷ মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয় মাকে ৷ সন্ধ্যাবেলা আয়োজন থাকে মায়ের বিশেষ আরতির ৷ যে আরতি দেখতে বহু ভক্ত সমাগম হয় মন্দির চত্বরে ৷ বেজে ওঠে ঘণ্টা ৷ ধূপ-ধুনো দিয়ে শুরু হয়ে মঙ্গল মায়ের আরতি ৷ ফুলের সাজে মায়ের অপরূপ রূপ দেখতে ভিড় হয় গর্ভগৃহে ৷ চলে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি ৷ কৌশিকী আমাবস্যায় মা তারার সন্ধ্যা আরতিতেও বিশেষ আয়োজন থাকে ৷ প্রায় 20 মিনিট ধরে চলে আরতি ৷ অন্যদিকে, এদিন দুপুরে মাকে ভোগ দেওয়া হয়েছে নিয়ম-রীতি মেনেই ৷ ভোগের থালায় সাজানো ছিল সাত রকমের ভাজা, মাছের মাথা, সাদা চালের ভাত, পোলাও, রকমারি মিষ্টি ও রকমারি ফল ৷ এই দিন মাকে, আতপ চাল, নারকেল, 108টি জবা ফুল, ঘিয়ের প্রদীপ ও ঘি নিবেদন করা হয়। কথিত আছে, কৌশিকী আমাবস্যায় সাধনা করে সিদ্ধিলাভের পর মা তারার দর্শন পান সাধক বামদেব। তিনি তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন। সেই থেকেই তারাপীঠে মহা ধুমধামে পালিত হয় কৌশিকী আমাবস্যা।