তুষারপাতে শ্বেতশুভ্র! মোহময়ী কেদারনাথ ধাম, দেখুন ভিডিয়ো... - রফের চাদরে ঢাকল কেদারনাথ ধাম

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 10:47 PM IST

Snowfall in Kedarnath: বরফের চাদরে ঢাকল কেদারনাথ ধাম ৷ সেইসঙ্গে শুরু হয়েছে বৃষ্টি ৷ একে বৃষ্টি তার সঙ্গে তুষারপাত, একবারে মোহময়ী রূপ দেখা দিয়ছে উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম ৷ অনেক এলাকায় শৈত্যপ্রবাহও চলছে ৷ হিমালয় অঞ্চলে তুষারপাতের কারণেও তাপমাত্রার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে ৷ তুষারপাতের কারণে, কেদারনাথ ধামে চলতি সমস্ত ধরনের পুনর্নির্মাণের কাজ বর্তমানে বন্ধ রাখা হয়েছে। কেদারনাথ ধামে তুষারপাতের জেরে মন্দির চত্বর ঢেকেছে প্রায় 1 ফুট বরফে ৷ তুষারাবৃত কেদারনাথের ছবি বর্তমানে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ 

আবহাওয়া দফতর হিমালয় অঞ্চলে তুষারপাতের সতর্কতা জারি করেছিল আগে থেকেই ৷ ধামে এখনও 500 জনেরও বেশি শ্রমিক রয়েছেন। এই খারাপ আবহাওয়া কেদারনাথ ধামে ক্রমাগতভাবে চলবে বলে জানিয়েছে, হাওয়া অফিস ৷ এদিকে তুষারপাতের কারণে পর্যটকরা ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন তা উপভোগ করতে ৷ এ কারণে এলাকার অনেক হোটেল, লজ ও হোম-স্টে'তে বুকিং বেড়ে গিয়েছে ৷ হোটেল মালিকরা বলছেন, তুষারপাতের কারণে আউলি ও জোশিমঠের শীতকালীন পর্যটন ব্যবসা আবার আগের পথে ফিরে এসেছে। বড়দিন ও নববর্ষের আগে তুষারপাত হওয়ায় পর্যটকদের পাশাপাশি পর্যটন ব্যবসায়ীরাও বেশ খুশি, বলেই জানাচ্ছেন তাঁরা ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.